39 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » স্বস্তির জয়ে দুইয়ে উঠে এলো রিয়াল

স্বস্তির জয়ে দুইয়ে উঠে এলো রিয়াল

স্বস্তির জয়ে দুইয়ে উঠে এলো রিয়াল

বিএনএ ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ।শনিবার(৩ এপ্রিল)আলফ্রেডো ডি স্টিফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত  লা লিগার ম্যাচে এইবারকে ২-০ গোলে হারিয়েছে তারা।লিগে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতল লস ব্ল্যাঙ্কোসরা।সবমিলিয়ে নয় ম্যাচ অপরাজিত থাকল রিয়াল। এই জয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এলো জিনেদিন জিদানের দল।

ম্যাচের প্রথমার্ধে মার্কো এসেনসিওর গোলে লিড নেয় স্বাগতিক শিবির। দ্বিতীয়ার্ধে দলের জয় নিশ্চিত করেন করিম বেনজেমা।এই ম্যাচে বেনমেজা-এসেসিওরা দুই গোল করলেও বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছেন।তা না হলে অন্তত চারটা গোল পেতে পারতো জিদানের দল।বেনজেমা অবশ্য আরেকটা গোল করেছিলেন।যদিও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।এসেনসিওরও তাই। এসেনসিওর দূরপাল্লার শট আবার ফিরে আসে এইবারের পোস্টে লেগে। ৩৬ মিনিটে আবারও হতাশ হয় রিয়াল। ইসকোর কাছ থেকে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন এসেনসিও। কিন্তু এবারও অফসাইড।

ভিএআরের সহায়তা রিয়ালের গোল বাতিল করে দেন রেফারি।অবশেষে স্বস্তির গোলটা এসেছে ৪১ মিনিটে। ক্যাসোমিরোর সহায়তায় গোল করেন এসেনসিও। শুধু গোল করানোয় নয়, গোলবার অক্ষত রাখতেও দুর্দান্ত পারফর্ম করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো অধিনায়ক সার্জিও রামোসের অনুপস্থিতি নেতৃত্বগুণে বুঝতেই দেননি ।

মার্সেলে নিজেও গোলের সুযোগ তৈরি করেছিলেন সতীর্থ ইসকোর জন্য। যদিও সুযোগ হাতছাড়া করেন স্প্যানিশ মিডফিল্ডার। একে তো গোল মিসের মহড়া তারওপর ৬২ মিনিটে নামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাতে কিছুটা ছন্দ হারায় রিয়াল। তাদের হতাশা আরও বাড়াতে থাকেন এইবার গোলরক্ষক দিমিত্রোভিচ। তার প্রতিদ্বন্দ্বী থিবাউট কোর্তোয়া তো আরেকটু হলেই গোল খেতে বসেছিলেন।

লুকাস ভাসকেজের ব্যাক পাস ঠিকঠাক নিতে পারেননি রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক। কোনোরকম দৌড়ে গিয়ে শেষ মুহূর্তে লাইনের কাছ থেকে বল ক্লিয়ার করে গোল বাঁচান কোর্তোয়া। এগিয়ে থাকার পরও এমন চাপ, সেখান থেকে দলকে মুক্ত করেন বেনজেমা। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিচিয়াসের ক্রস থেকে হেডে গোল করেন ফরাসি স্ট্রাইকার। এনিয়ে টানা চার ম্যাচে গোল করলেন বেনজেমা।

এই জয়ে বার্সেলোনাকে পয়েন্ট তালিকার তিন নম্বরে পাঠাল রিয়াল। ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৩। ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান ছেড়ে দিল বার্সেলোনা। ৬৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পরের দুটি দলই এক ম্যাচ কম খেলেছে।

এই জয়টা রিয়াল মাদ্রিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ সামনেই তাদের সামনে অপেক্ষা করছে তিনটি হাইভোল্টেজ ম্যাচ। আগামি মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ আটের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

১৪ এপ্রিল দ্বিতীয় লেগ। দুই লেগের মাঝে আগামি শনিবার লা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো। লিভারপুল-বার্সার মুখোমুখি হওয়ার আগে এইবার ম্যাচে জয়টা রিয়ালের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ