21 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ওমর সালেহীন নিহতের বিচার দাবি বন্ধুদের

ওমর সালেহীন নিহতের বিচার দাবি বন্ধুদের


বিএনএ, রাঙামাটি : রাঙামাটি সরকারি কলেজের ছাত্র ওমর সালেহীন সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।মানববন্ধনে এ ঘটনায় দোষীদের আইনের আওয়াত এনে দ্রুত বিচার এবং নিরাপদ সড়কের ৯ দফা দাবি জানানো হয়।
সোমবার (৪ মার্চ) দুপুরে রাঙামাটি কলেজের সামনে কলেজের ‘ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে’ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এক মানববন্ধন এ দাবি করেন তারা। এসময় শিক্ষকরাও সংহতি প্রকাশ করেন এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়টি দাবি তুলে ধরা হয়। দাবি গুলো হল- ওমর সালেহীন হত্যার বিচার চাই, ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, সড়কে হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে, ফিটনেস ও লাইসেন্সবিহীন অপসারণ করতে হবে, বেপরোয়া গাড়ি চালকদের লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনতে হবে, ট্রাক ও ভারী যানচলাচল সময় সীমা নির্দিষ্ট করে দিতে হবে, প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করতে হবে, ঝুঁকিপূর্ণ সকল স্থানে স্পিডবেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করতে হবে এবং পরিবহন খাতকে দুর্নীতি মুক্ত করতে হবে।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া বলেন, সড়কগুলো আজকাল মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থী ওমর সালেহীন একজন বিজ্ঞানমনস্ক ছাত্র ছিল। ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটি নামক একটি সংগঠনের সে অন্যতম পরিচালক ছিল। কিছুদিন আগে ঢাকায় ডাচবাংলা-প্রথম আলো গণিত উৎসবে তারা দেশসেরা সংগঠনে পুরস্কৃত হয়েছিল এবং সে গত পরশুদিন নিজ হাতে সেই পুরস্কার গ্রহণ করেছিল। গতকাল সকালে সে ঢাকা থেকে কাপ্তাই ফিরে আসে এবং আজ তার কলেজে এসে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু কলেজে আসার পথেই ঘাতক ট্রাক তার জীবন কেড়ে নিয়েছে। আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি এভাবে যাতে কোন তাজা প্রাণ সড়কে ঝরে না যায় সেই ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচার্য্য বলেন, সালেহীন আজ পরীক্ষার হলে থাকার কথা, কিন্তু ফেনীতে তার নিজ বাড়িতে কবরে শায়িত আছেন। এটি মেনে নেয়ার মত নয়। আজ আমাদের সবার হৃদয় ভারাক্রান্ত। নিরাপদ সড়ক এখন আমাদের প্রধান দাবি।

নিহত ওমর সালেহীনের সহপাঠী আরিফুল ইসলাম, প্রিয়ম আইচ ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, সালেহীনের এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। আজ যদি সড়কে শৃঙ্খলা থাকত তাহলে সে মারা যেত না, কোন মায়ের বুক খালি হতোনা। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করবো এবং নিরাপদ সড়কের দাবিতে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে।

মানববন্ধনে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচার্য্য, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবু সৈয়দ চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা, অন্যান্য বিভাগের শিক্ষক, ছাত্র প্রতিনিধি দীপংকর দে সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শনিবার (৩ মার্চ) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ওমর সালেহীন। তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারি মোঃ আবু তাহেরের একমাত্র সন্তান।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ