15 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিলো রাশিয়া

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিলো রাশিয়া

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিলো রাশিয়া

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে  হামলার পর এবার এটি দখলে নিল রাশিয়া।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলে নিয়েছে রাশিয়ান সৈন্যরা।

শুক্রবার (৪ মার্চ) ভোরের দিকে রুশ বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালায়। এতে সেখানে আগুন লেগে যায়।

বিদ্যুৎকেন্দ্রটির মুখপাত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে এর আগে বলা হয়েছিল, রাশিয়ার হামলা অব্যাহত থাকায় আগুন নেভাতে কাজ করা যাচ্ছে না। এ অবস্থায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় বড় বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়।

অপারেশনাল কর্মীরা পাওয়ার ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন। স্টেশন কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ