24 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনে বাংলাদেশি জাহাজে বোমা হামলার পর বেঁচে আছে সন্দ্বীপের ২ বাসিন্দা

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে বোমা হামলার পর বেঁচে আছে সন্দ্বীপের ২ বাসিন্দা


বিএনএ, চট্টগ্রাম : ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সেখানে আটকা পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি। হামলার শিকার হয়ে সহকর্মীর মৃত্যুর পর জাহাজ ছেড়েছেন বাংলাদেশের নাবিকরা। যুদ্ধক্ষেত্র ইউক্রেইনের ওলভিয়া বন্দরে পড়ে আছে এখন জাহাজটি।

সে জাহাজে ছিলেন জাহাজে আছেন চীফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক (BMA 35)। উনার বাড়ি সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নে। অন্যজন জাহাজের নাবিক রাকিব(NMI 21)। তার বাড়ি সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে। ওমর ফারুক ঢাকায় থাকেন। আর রাকিব থাকেন চট্রগ্রামের হালিশহর এ ব্লকে।

অন্য নাবিকদের সঙ্গে তারা নিরাপদ আশ্রয়ে গেছেন।

 

খবরে বলা হচ্ছে, গোলার আঘাতে জাহাজের মূল নিয়ন্ত্রণ কক্ষ (নেভিগেশন ব্রিজ) পুরোপুরি বিধ্বস্ত এবং প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে ডেনমার্কের একটি কোম্পানির অধীনে বাণিজ্যিক পরিবহনে যুক্ত থাকা জাহাজটিকে ওলভিয়া বন্দরেই রাখা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ