36 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘হাংরিনাকি’ কিনে নিল দারাজ

ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘হাংরিনাকি’ কিনে নিল দারাজ

ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘হাংরিনাকি’ কিনে নিল দারাজ

বিএনএ, ঢাকা : ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান ‘হাংরিনাকি’ কিনে নিল আলীবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে দারাজ ও হাংরিনাকি একীভূত হওয়ার ঘোষণা দেয়। তবে কত টাকার বিনিময়ে এই একীভূতকরণ হয়েছে, তা এখনো প্রকাশ করেননি দুই পক্ষের কর্ণধারেরা

অধিগ্রহণের কারণে হাংরি নাকির বর্তমান ব্যবসায়িক কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়। সরাসরি দারাজের পরিচালনায় পৃথক ও স্বতন্ত্র ফুড প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে হাংরিনাকি।

এ সময় উপস্থিত ছিলেন দারাজ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এবং হাংরিনাকি’র প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এডি আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

হাংরিনাকি কেনার বিষয়ে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, দারাজের ফুড ব্যবসা নেই। ফুড ব্যবসায় যেতে হাংরিনাকি কেনা হয়েছে। তা ছাড়া হাংরিনাকি নামটাও দারাজকে আকর্ষণ করেছিল। দারাজ যেমন ৬৪ জেলায় আছে, হাংরিনাকিও ৬৪ জেলায় থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ