27 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে মিলল ১০কোটি টাকার ক্রিস্টাল আইস

রোহিঙ্গা ক্যাম্পে মিলল ১০কোটি টাকার ক্রিস্টাল আইস

টেকনাফে ১০কোটি টাকার মাদক ক্রিস্টাল আইস উদ্ধার।।রোহিঙ্গা আটক

বিএনএ, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারে এক অভিযানে ১০কোটি টাকা মূল্যের ২কেজি ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি) কর্মকর্তারা।  বুধবার(৩মার্চ) টেকনাফ উপজেলার জাদিমোরা  নামক একটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

ডিএনসির টেকনাফ জোনের অভিযানে মাদক বহনের দায়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ইয়াবার চেয়ে অনেকগুণ বেশি ক্ষতিকর এ মাদক  ২০১৯ সালে ঢাকার মোহাম্মদপুরে প্রথম ধরা পড়ে। ক্রিস্টাল আইসসহ এক যুবককে আটকের পর নতুন এই মাদকের নামটি প্রকাশ্যে মিডিয়ায় আসে। এরপর রাজধানীতে এক নাইজেরিয়ান নাগরিকসহ  কয়েক দফায় ক্রিস্টাল আইস জব্দ করা হয়।

সর্বশেষ গত ২৫ফেব্রুয়ারি চট্টগ্রামের খুলশী থানার মোজাফফর নগর বাইলেন এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথসহ (আইস) মো. ইয়াসিন রানা ও সাইফুল আলম নামে দুই মাদককারবারিকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৪লক্ষটাকা মূল্যের নতুন মাদক উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ বৃহস্পতিবার(৪ মার্চ) বিকেলে রাজধানীস্থ ডিএনসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্রিস্টাল আইস উদ্ধারের বিস্তারিত জানাবেন সংস্থার মহাপরিচালক মো. আহসানুল জব্বার।

বিএনএনিউজ২৪/ এসজিএন, ওয়াই এইচ

 

Loading


শিরোনাম বিএনএ