38 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » এনবিআরের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এনবিআরের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এনবিআর

বিএনএ ডেস্ক: অবশেষে নিজস্ব ভবনে অফিস করার ৩০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে রাজস্ব কর্মকর্তাদের। রোববার (৫ ফেব্রুয়ারি) নতুন ভবন পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের উদ্বোধন করবেন। রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফুট সড়কের মোড়ে ৪১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে ভবনটি। অবশ্য ২০০৮ সালে ভবন নির্মাণের জন্য ১৪১ কোটি টাকার প্রকল্প পাস করেছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

নতুন রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন আয়োজন করেছে রাজস্ব বোর্ড। রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে রোববার ও সোমবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। নতুন রাজস্ব ভবনের পাশাপাশি এই সম্মেলনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজস্ব সম্মেলন-২০২৩ এবং রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় দুই দিনব্যাপী সম্মেলন ও এনবিআরের নতুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজস্ব ভবন উদ্বোধন ও রাজস্ব সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে দিকনির্দেশনা দেবেন, যা রাজস্ব সৈনিকদের দায়িত্ব পালনে অধিকতর অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এনবিআর দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’

গত ২৯ জানুয়ারি এনবিআরের নবনির্মিত রাজস্ব ভবন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সরকারের গণপূর্ত অধিদপ্তর। নতুন আধুনিক জাতীয় রাজস্ব ভবনটি ২০ তলা ফাউন্ডেশনে নির্মিত হলেও বর্তমানে ১২তলা পর্যন্ত কাজ শেষ করা হয়েছে। ভবনটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ সর্বাধুনিক সুবিধাসংবলিত। ভবনের মোট আয়তন ৬ লাখ ৮২ হাজার ৮৯৭ বর্গফুট। প্রতিটি ফ্লোরের উচ্চতা ১৩ ফুট। বেজমেন্টের আয়তন ৬৬ হাজার বর্গফুট। নিচতলা থেকে চতুর্থতলা পর্যন্ত প্রতিটি ফ্লোরের আয়তন ৪৪ হাজার বর্গফুট করে। পঞ্চম থেকে বাকি সব তলার আয়তন ৪৬ হাজার বর্গফুট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ