বিএনএ,গোপালগঞ্জ:গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি খাল থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের চান্দার খাল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএফএম নাসিম জানান, বৃহস্পতিবার দুপুরে বর্ণি ইউনিয়নের চান্দার খালে ওই নবজাতকে মরদেহ দেখতে পায় এলাকাবাসী।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।২ থেকে ৩ দিন আগে কেউ ওই নবজাতক শিশুটিকে খালে ফেলে গেছে বলে ধারণা করছেন তিনি।
বিএনএনিউজ/আরকেসি