19 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু

ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু

ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নারীসহ দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জয়নাল মার্কেট এলাকায় রেললাইনে ও বেলা সাড়ে ১১টার দিকে জোয়ারসাহারা এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

বিমানবন্দর রেল-স্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন এই বিষয়গুলো নিশ্চিত করেন।

নিহতরা হলেন,  শাহিন মিয়া (৪২)ও অজ্ঞাতপরিচয়  নারী (৩৫)।

মো. মহিউদ্দিন জানান, দক্ষিণখান জয়নাল মার্কেট সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ওই অজ্ঞাত নারী মারা যান।

তার পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে  সেলোয়ার, কামিজ ও কালো বোরকা ছিলো।  অপর দিকে খিলক্ষেত জোয়ারসাহারা এলাকায় রেললাইনে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান শাহিন। নিহত শাহিন পেশায় বাবুর্চির কাজ করতেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শাহিন মিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ