বিএনএ, মিরসরাই: মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরশে আজিম ও তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার ( ৪ জানুয়ারি) বিকেল ৫টায় মিরসরাই উপজেলা ছাত্রলীগের একটি বৈঠকে ১৫ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আংশিক কমিটিতে তৌহিদুর রহমান রাকিবকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে। ১৫ সদস্যের আংশিক এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা জানান, মিরসরাই উপজেলাধীন ৪ নং ধুম ইউনিয়নে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা উপজেলা কমিটি বরাবরে জমা দেয়ার নির্দেশ রয়েছে। এছাড়া ধুম ইউনিয়ন থেকে ৫ ছাত্রলীগ সদস্যকে উপজেলা ছাত্রলীগের সদস্য পদ দেয়া হয়েছে।
বিএনএ/আশরাফ, এমএফ