24 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » গাইবান্ধার ভোটকেন্দ্রে এবার ডাকাত নেই: ইসি রাশেদা

গাইবান্ধার ভোটকেন্দ্রে এবার ডাকাত নেই: ইসি রাশেদা

গাইবান্ধার ভোটকেন্দ্রে এবার ডাকাত নেই

বিএনএ: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে দ্বিতীয়বার ভোট গ্রহণে ভোটকেন্দ্রে কোনো ডাকাত দেখা যায়নি। এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা খানম।

বুধবার (৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি রাশেদা বলেন, গত ১২ অক্টোবরের উপ-নির্বাচনে চরম অনিয়ম হলেও বুধবার ভোটের মাঠে ডাকাত দেখিনি। বাইরের কোন লোককেও ভোটকেন্দ্রের আশপাশে দেখা যায় নি।

রাশেদা খানম বলেন, ১২ অক্টোবর অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে ইভিএমে ভোট নিয়ে পর্যন্ত কোনো সমস্যা দেখা যায় নি। কমিশনের দেখা মতে ভোট ভালো হয়েছে, সুন্দর হয়েছে।

কমিশনার বলেন, ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছেন। সেখানে অন্য লোকের ভোট দেয়ার বিষয়টি চোখে পড়েনি।

রাশেদা খানম বলেন, প্রচণ্ড শীত, আর চরাঞ্চল খুবই দুর্গম জায়গা। এজন্য ভোটার উপস্থিতি একটু কম দেখা গেছে। বলেন, সিসি ক্যামেরার কারণে অনিয়মকারীদের অনিয়মে আগ্রহ অনেকাংশে প্রশমিত হয়েছে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ