34 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ফের বাড়ল ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ

ফের বাড়ল ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ

'বন্ধ হচ্ছে রশিদ ছাড়া ভোজ্যতেল কেনাবেচা'

বিএনএ, ঢাকা : দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। ভ্যাট অব্যাহতির এ সুবিধা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষর করা এক আদেশে এ বিষয়ে এসআরও জারি করা হয়।

প্রথম দফায় গত বছরের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদনে ১৫ শতাংশ ও ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর। এর মাত্র দুদিন পরই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।

তখন এ নির্দেশের মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। পরে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার এ সুযোগের মেয়াদ আরও এক দফা বাড়ানো হলো।

প্রসঙ্গত, মূলত খোলা বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের এ সুবিধা দেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ