16 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » স্মৃতি বিজড়িত শিশুবাগ স্কুল ভাঙার চেষ্টা

স্মৃতি বিজড়িত শিশুবাগ স্কুল ভাঙার চেষ্টা

স্মৃতি বিজড়িত শিশুবাগ স্কুল ভাঙার চেষ্টা

বিএনএ, চট্টগ্রাম : ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জের ‘বাংলা কলেজ’ এলাকায়  একটি স্থাপনার বুলডোজার দিয়ে একাংশ ভাঙ্গার ঘটনা ঘটেছে।  সোমবার (৪ জানুয়ারি) সকালে, স্কেভেটার ও দলবল নিয়ে স্কুলটি ভাঙার চেষ্টা চালায় স্থানীয় ফরিদ চৌধুরী।

প্রথমে স্থানীয়রা সেটি ভাঙতে বাধা দিলেও তা আমলে না নিয়ে সামনের অংশ ভাঙ্গা হয়। খবর পেয়ে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ছুটে গিয়ে বাধা দেন। তিনি স্থানীয়দের নিয়ে ভবনটির সামনে অবস্থান নেন।

প্রতিরোধের মুখে তখন ভবন ভাঙা বন্ধ রাখা হয়। প্রায় দুঘণ্টারও বেশি সময় ধরে উত্তেজনা, বাদ-প্রতিবাদের পর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট গিয়ে বাড়িটি সিলগালা করে দেন।

ফরিদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের ক্রয়কৃত সম্পত্তি এবং আদালত থেকে এটি দখলে নেওয়ার জন্য তাদের আদেশ দেয়া হয়েছে। পরে জেলা প্রশাসনের কজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তা সিলগালা করে দেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলন

এদিকে ঐতিহাসিক স্থাপনা ভাঙার প্রতিবাদে মঙ্গলবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র।  এতে আন্তর্জাতিক খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, কবি-সাংবাদিক আবুল মোমেন ও অ্যাডভোকেট রানা দাশগুপ্ত উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আলীউর রহমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত