28 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে তিন অবৈধ ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রামে তিন অবৈধ ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রামে তিন অবৈধ ইটভাটা উচ্ছেদ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে ৮০৮, বিবিসি ও জেবিআই নামে তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৪ জানুয়ারি) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল এলাকায় সকাল থেকে শুরু হয়ে বিকেলে পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে বৈধতা না থাকায় মো. আশরাফের ৮০৮, মো. ছৈয়্যদ হোসেন কোম্পানীর বিবিসি ও মো. লোকমানের জেবিআই ইটভাটা ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, রাউজানে ৫২টি ইটভাটা রয়েছে। যার একটিরও বৈধতা নেই। হাইকোর্টের নির্দেশনা মতে পুরো চট্টগ্রামে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকের অভিযান।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আকতার সাথী, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী, উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক আফজারুল ইসলাম।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ