বিএনএ,ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়েতে আপাতত ক্রিকেটের সব ধরনের কার্যক্রম বন্ধ করার ঘোষণা রা হয়েছে।করোনা ভাইরাসের নতুন ধরন মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।শুধু ক্রিকেট নয়, দেশটিতে অন্যান্য খেলাধুলাও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং। আপাতত ক্রীড়া কার্যক্রম বন্ধ হলেও পরবর্তীতে নতুন করে সব সূচি ঘোষণা করা হবে।
গত বছর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নভেম্বরে পাকিস্তান সফর করেছিল জিম্বাবুয়ে।পাকিস্তানের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই সফরের অনুমতি দিয়েছিল জিম্বাবুয়ের সরকার।
এরআগে আগস্টে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের কথা ছিল তাদের।এরপর ভারতীয় ক্রিকেট দলেরও জিম্বাবুয়ে সফরের কথা ছিল।কিন্তু করোনার কারণে কোন সিরিজই আলোর মুখ দেখেনি।
বিএনএনিউজ/আরকেসি