21 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফুটওভারব্রিজ ব্যবহার না করায় প্রাণ গেল কলেজ ছাত্রীর

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার(৩ জানুয়ারী) রাতে ভাটিয়ারীর বিএমএ গেট  এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন  আরাফাত (১৮),মো. সুরত আলম (১৯)। আরাফাত  কক্সবাজার জেলার রামু উপজেলার বোরজানিয়া টাইমবাজার এলাকার ইদ্রিস মিয়ার ছেলে এবং একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. সুরত আলম।

বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেটের পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় একটি লরির চাপায়  ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের নাম্বার কক্সবাজার ল-১১৬৯০৯।

নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ