28 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির সবাই রাজনীতির কাক: তথ্যমন্ত্রী

বিএনপির সবাই রাজনীতির কাক: তথ্যমন্ত্রী

আইন বাতিলের দাবি আইনহীনতারই নামান্তর -তথ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা: বিএনপির সরকার উৎখাতের আন্দোলন এখন জনগণের কাছে হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।নতুন বছরে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (৩ জানুয়ারি)জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনাসভায় এসব মন্তব্য করেন মন্ত্রী।

সে সময় ড. হাছান মাহমুদ আরও বলেন,জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছেন।খাবারের উচ্ছিষ্ট রাস্তায় বিলিয়ে যেমন প্রচুর কাকের সমাবেশ হয় তেমনি ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেয়ার পর রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন।আর বিএনপির মধ্যে যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, তারা সবাই রাজনীতির কাক।দলটি মানুষকে জিম্মি করে রাজনীতি করেছে।এর জন্য নতুন বছরে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ইতিহাসে অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।দলের ইতিহাসে ভবিষ্যতেও অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।কিন্তু আশরাফের মতো এমন ভদ্রজন দলের সাধারণ সম্পাদক খুব একটা পাওয়া যায়নি। তিনি রাজনীতিকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন বলে জানান হাছান মাহমুদ।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ