বিএনএ, ঢাকা : রাজধানী কদমতলী শাহজালাল আবাসিক এলাকার একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌসী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রেমিক প্রত্যাখান করায় ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরের দিকে ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। জান্নাতুল ফেরদৌসী গোপালগঞ্জ সদরের মো. ইউসুফ মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে কদমতলীর শাহজালাল আবাসিক এলাকায় ভাড়া থাকতেন।
ফেরদৌসী বকশিবাজার বদরুন্নেসা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মোবারক হোসেন নামের এক প্রতিবেশী জানান, একটি ছেলের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেম ছিল। ওই ছেলে এক পর্যায়ে প্রেম প্রত্যাখ্যান করায় অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, আমরা খবর পেয়ে কদমতলীর শাহজালাল আবাসিক এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি মৃত জান্নাতুল বদরুন্নেসা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার এক ছেলের সঙ্গে প্রেম ছিল । তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।/শাম্মী