26 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে মাইজভান্ডারী সম্মেলন সম্পন্ন

রাউজানে মাইজভান্ডারী সম্মেলন সম্পন্ন

রাউজানে মাইজভান্ডারী সম্মেলন সম্পন্ন

বিএনএ, রাউজান(চট্টগ্রাম ): মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চিকদাইর ইউনিয়ন শাখা-১এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ;) ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২ ডিসেম্বর)  চিকদাইর বায়তুল আমান কাদেরীয়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী।

প্রধান অতিথি ছিলেন সাতগাছিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ্ সুলতানপুরী, উদ্বোধক ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নাছির উদ্দিন,বিশেষ বক্তা ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,প্রধান বক্তা ছিলেন নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী মুদ্দারিছ আল্লামা তসলিম উদ্দিন আল্ কাদেরী।

মোহাম্মদ জুয়েল এর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন আল্লামা আবু তৈয়ব ফারুকী, বিশেষ অতিথি ছিলেন মঞ্জুরুল ইসলাম চৌধুরী, নুরুল হক সওদাগর,সাদিকুজ্জামান শফি, খ.ম.জামাল উদ্দিন, ইউপি সদস্য মোদ্দাচ্ছের হায়দার,আলমগীর, আবু আক্কাস মানিক, জাহাঈীর আলম, মাষ্টার ইলিয়াছ হোসেন, তছলিম উদ্দীন,মাওলানা মহিম উদ্দিন। মিলাদ কিয়াম করেন শায়ের মোহাম্মদ মাসুদ পারভেজ।মিলাদ কিয়াম শেষে দেশ-জাতি ও বিশ্বের মুসলিম উম্মাহ্ মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

বিএনএ/ শফিউল আলম, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ