বিএনএ, ডেস্ক : এক সময়কার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা এবং দুইবারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলি বলেছিলেন ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই’। বাংলাদেশের রাজনীতির সঙ্গে বেঞ্জামিন ডিসরেইলির উক্তির সঙ্গে বেশ মিল রয়েছে।
গত ৩০ শে অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনকে বলেছিলেন , এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।’

রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারের দলটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামান্তা শারমিন অভিযোগ করেন নির্বাচন কমিশনার এনসিপিকে বাচ্চা মনে করে শাপলার পরিবর্তে শাপলা কলি দিতে চায়। এই শাপলা কলি এনসিপি নিবে না।
কিন্তু ৪ দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির মূখ্য সমন্বয়ক নাসিররুদ্দীন উদ্দিন পাটোয়ারী ঘোষণা এনসিপি শাপলা চেয়েছিল নির্বাচন কমিশন আগ বাড়িয়ে শাপলার সঙ্গে কলিও দিয়েছে। এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে ৩০০ আসনে ধানের শীর্ষের সঙ্গে হাড়াহাড্ডি লড়াই করবে।
নাসিরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গোপন প্রেম চলছে। তারই ধারাবাহিকতায় দলীয় প্রতীক ছাড়া জোট প্রতীকে নির্বাচন করা যাবে না মর্মে যে সংশোধনী আনা হয়েছে তা বাতিল করার দাবি জানিয়ে চিঠি লিখেছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির মূখ্য সমন্বয়ক বলেন, ইলেকশন কমিশনকে ‘ইলেকশন ইঞ্চিনিয়ারিং কমিশন নামে অবহিত করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা-মেধার সর্বোপুরি অভিজ্ঞার অভাব রয়েছে। সেই কারণে তারা শুরুতেই কলম ও মোবাইল প্রতীকের জন্য আবেদন করলেও পরবর্তীতে শাপলা প্রতীক দাবি করে।
তারই ধারাবাহিকতায় গত ২ মাসের বেশি সময় ধরে এনসিপি ও ইসি’র মধ্যে চিঠি চালাচালি ও টানাপোড়ন চলে আসছে। অবনতি হয়েছে পরস্পরে সর্ম্পকের। অন্য কোন দল শাপলা কলি প্রতীক বরাদ্দ পেতে আবেদন করলে এনসিপির আমছালা দুটোই যাবে এমন আশঙ্কা থেকে শেষ পর্যন্ত ‘শাপলা কলি’ বরাদ্দ পেতে চিঠি লিখেছে।
এর আগে শাপলা ছাড়া নিবন্ধন নিবে না, নির্বাচনে যাবে না, রাজপথে আন্দোলন করে শাপলা প্রতীক আদায় করে নিবে এমন হুংকার দিয়ে জলগোলা করে শেষ পর্যন্ত শাপলা কলিতে গ্রহণ করার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ আনুকূল্য পাওয়া এনসিপির রাজনৈতিক পরাজয় হয়েছে। এই অবস্থায় অনেকে মন্তব্য করেছে, সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি?
সৈয়দ সাকিব
![]()
