26 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়াতে যে কারণে গুগল পিক্সেল ও আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ

ইন্দোনেশিয়াতে যে কারণে গুগল পিক্সেল ও আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ

আইফোন ১৬

টেক নিউজ ডেস্ক :  ইন্দোনেশিয়া ঘোষণা করেছে যে তারা আলফাবেটের গুগলের তৈরি স্মার্টফোনগুলোর বিক্রি নিষিদ্ধ করেছে, কারণ দেশটির নিয়ম অনুযায়ী স্মার্টফোনে স্থানীয়ভাবে উৎপাদিত উপাদান ব্যবহার বাধ্যতামূলক। কয়েকদিন আগেই একই নিয়মের আওতায় টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ১৬-এর বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল।

ইন্দোনেশিয়া গুগল পিক্সেল ফোনের বিক্রি বন্ধ করে দিয়েছে, কারণ কোম্পানিটি এমন নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়েছে, যেখানে দেশীয় বাজারে বিক্রিত নির্দিষ্ট কিছু স্মার্টফোনে অন্তত ৪০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত অংশ ব্যবহার বাধ্যতামূলক।

“আমরা এই নিয়মগুলো চাপিয়ে দিচ্ছি যাতে ইন্দোনেশিয়ায় সকল বিনিয়োগকারীর জন্য সমতা থাকে,” বৃহস্পতিবার বলেন শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেবরি হেন্দ্রি অ্যান্টনি আরিফ।

“গুগলের পণ্যগুলো আমাদের নির্ধারিত নিয়ম মেনে চলেনি, তাই এগুলো এখানে বিক্রি করা যাবে না।”

গুগল জানিয়েছে, ইন্দোনেশিয়ায় তাদের পিক্সেল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় না।

ফেবরি জানান, গ্রাহকরা বিদেশ থেকে গুগল পিক্সেল ফোন কিনতে পারবেন, তবে প্রয়োজনীয় কর পরিশোধ করতে হবে। তিনি আরও জানান, দেশটি অবৈধভাবে বিক্রিত ফোনগুলোর কার্যক্ষমতা বন্ধ করার বিষয়টি বিবেচনা করবে।

এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এসেছে যখন এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়া দেশীয় নিয়ম পূরণ না করায় আইফোন ১৬-এর বিক্রিও বন্ধ করে দিয়েছিল।

সাধারণত কোম্পানিগুলো স্থানীয় সরবরাহকারী বা দেশীয় উৎস থেকে উপকরণ সংগ্রহের মাধ্যমে এই ধরনের নিয়ম পূরণ করে থাকে। সূত্র: ডেইলি সাবাহ

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ