14 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » দুর্নীতির কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে-ফাওজুল কবির

দুর্নীতির কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে-ফাওজুল কবির

ফাওজুল কবির খান

দুর্নীতি কমিয়ে জনআকাঙ্ক্ষা পূরণ করতে হবে

ঢাকা :   বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। জনগণের উপকার হবে এরকম প্রকল্প গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রকল্পের মেয়াদ ও ব্যয় কোনটাই বাড়ানো হবে না। টেন্ডারের ক্ষেত্রে প্রকৃত প্রতিযোগিতা কিভাবে সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। যতটা সম্ভব দুর্নীতি কমিয়ে জনআকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা।

 

শনিবার(২ নভেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর আয়োজনে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’-শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

ব্যক্তি স্বার্থ, বন্ধু-বান্ধব ও আত্মীয়তার স্বার্থের বাইরে গিয়ে এই আমানতকে রক্ষা করতে হবে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জনগণের টাকা জনগণের স্বার্থে ব্যবহারের কথা মাথায় রাখতে হবে। সরকার একটি আমানত। ব্যক্তি স্বার্থ, বন্ধু-বান্ধব ও আত্মীয়তার স্বার্থের বাইরে গিয়ে এই আমানতকে রক্ষা করতে হবে।

গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ

সংস্কার সম্পর্কে উপদেষ্টা বলেন, সংস্কার প্রধানত দুই প্রকার। প্রথম হলো- নীতির সংস্কার। পূর্বের সরকারের দুর্নীতির কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। ২০১০ সালের আইন স্থগিত এবং ৩৪ক ধারা বাতিল করে এখন থেকে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করা হবে।

মেট্রোরেলের নীতিমালার শর্ত ছিলো এমডি হতে হবে সরকারের প্রাক্তন সচিব।
অপরদিকে মেট্রোরেলের নীতিমালার শর্ত ছিলো এমডি হতে হবে সরকারের প্রাক্তন সচিব। প্রাতিষ্ঠানিক সংস্কারের আওতায় এই শর্ত বাদ দেওয়া হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের এমডি পদে বুয়েটের অধ্যাপককে নিয়োগ দেয়া হয়েছে।

সেমিনারে স্বাগত ভাষণ প্রদান করেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর একেএম আতিকুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ সারদার শাহদাত আলী ও সিইএবির প্রধান উপদেষ্টা মোঃ কেং চাংলিয়াং।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্যানেলিস্টদের আলোচনায় অংশগ্রহণ করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ শামসুল হক; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শর্মিন্দ নীলর্মি; সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম; বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ নির্মাণ প্রকল্পের প্রধান আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ মেহেদী এইচ ইমন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সমন্বয়ক উমামা ফাতেমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক  মোঃ মাহিন সরকার।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ