17 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » T20 World Cup 2021: টস হেরে ব্যাটিংয়ে ভারত,প্রতিপক্ষ আফগানিস্তান

T20 World Cup 2021: টস হেরে ব্যাটিংয়ে ভারত,প্রতিপক্ষ আফগানিস্তান

ভারত

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup 2021) সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে বাঁচা-মরা লড়াইয়ে  আফগানিস্তানের বিপক্ষে  টস হেরে ব্যাটিংয়ে ভারত। বুধবার(৩ নভেম্বর) India vs Afghanistan খেলাটি আবু ধাবির শেখ জায়েদ স্টেড়িয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

ভারত একাদশ : 

বিরাট কোহলি (অধিনায়ক),রিষাভ পান্ত (উইকেটরক্ষক), কেএল রাহুল, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব।

ভারতের বিগত ৫ খেলার ফল:

ভারত বনাম নিউজিল্যান্ড : ৮ উইকেটে পরাজয়

ভারত বনাম পাকিস্তান : ১০ উইকেটে পরাজয়

ভারত বনাম শ্রীলংকা ৭ উইকেট

ভারত বনাম শ্রীলংকা : ৪ উইকেট

ভারত বনাম শ্রীলংকা : ৩৮রান

আফগানিস্তান একাদশ:

মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী (অধিনায়ক), হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, রশিদ খান, করিম জানাত, হামিদ হাসান, নবীন-উল হক, শরফুদ্দিন আশরাফ।

আফগানিস্তানের গত ৪ খেলার ফল:

আফগানিস্তান বনাম নামিবিয়া: জয় ৬২রানে

আফগানিস্তান বনাম পাকিস্তান : পরাজয় ৫ উইকেটে

আফগানিস্তান বনাম স্কটল্যান্ড : জয় ১৩০রানে

আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে : জয় ৪৭রানে

সূত্র: hindustantimes

আরও পড়ুন ; স্কটল্যান্ডকে হারিয়ে সেমির পথ শক্ত করল নিউজিল্যান্ড

বিএনএ/এমএম,জিএন

Loading


শিরোনাম বিএনএ