29 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ : গ্রেপ্তার ভবন মালিক

চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ : গ্রেপ্তার ভবন মালিক

চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ : গ্রেপ্তার ভবন মালিক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চার জন দগ্ধ ও একজনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক মমতাজ মিয়াকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপর আসামি ভবনের তত্ত্বাবধায়ক বখতিয়ারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে উত্তর কাট্টলী এলাকা থেকে ভবন মালিক মমতাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।

ওসি জহির হোসেন বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ভবন মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে। এছাড়া অপর আসামি বখতিয়ারকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ, গত বছরের ৮ নভেম্বর একই বিল্ডিংয়ের একই ফ্ল্যাটে গ্যাসের লাইন লিকেজ হয়ে অন্য একটি পরিবারের ৯ জন দগ্ধ হয়, এদের মধ্যে মৃত্যু হয় ৩ জনের । ঐ সময়ে তদন্তের পর ১৭ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল বাড়িওয়ালাকে। এমনকি গত বছর উল্টো ভাড়াটিয়াদেরকেই দোষ দিয়েছিলেন এই বাড়িওয়ালা মমতাজ সওদাগর।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ