বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সাখাওয়াত জাকারিয়াকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ে নভেম্বর) বিকেলে ফোকাস কোচিংয়ের ফার্মগেট শাখায় তাকে মেরে আহত করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে ফেইসবুক পোস্টে জাকারিয়া জানান, যে কোচিং সেন্টারে কোচিং করেছিলেন, সেখানে গেলে অন্য একটি কোচিং সেন্টারের লোকজন তার ওপর হামলে পড়ে। কোচিং সেন্টারটি তাকে তাদের শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দিতে জোর করে নিতে চায়।
জাকারিয়া বলেন, ‘আমারেও বাইরে নেওয়ার চেষ্টা করল কিন্তু যাইনি। এক পর্যায়ে টানাটানি। তাতেও না নড়ায় এক কালো পান্ডা মাথায় থাপ্পড় দিল।’
ফেসবুকে কোচিং সেন্টারের নাম না বললেও পরে নাম জানতে চাওয়া হলে জাকারিয়া জানান, আইকন প্লাস কোচিং সেন্টার একাজ করেছে।
ফোকাসে কোচিং করেছিলেন উল্লেখ করে জাকারিয়া বলেন, ‘আমি বিকেলে ফোকাসের অফিসে আসি। যেই মাত্র লাইভ শুরু করব, তখন কিছু লোক জোর করে রুমে ঢুকে আমাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। তারা আমাকে আইকন প্লাসে কোচিং করেছি স্বীকৃতি দিতে বাধ্য করার চেষ্টা করে। আমি অস্বীকার করলে তারা আমাকে হুমকি-ধমকি ও থাপ্পড় মেরে চলে যায়।’
এদিকে আইকন প্লাস যাত্রাবাড়ী শাখার পরিচালক মোহাম্মদ লিমন এক ফেসবুক পোস্টে দাবি করেন, প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী তাদের ওখানে কোচিং করেছে। বিষয়টি নিয়ে জাকারিয়া তার ফেইসবুকে লেখেন, ‘হুদাই। আমি একটা ফ্রি ক্লাস করছিলাম। তখন ওরা পরীক্ষা নিছিল। ওখানে ফার্স্ট হইছিলাম। ফ্রি ক্লাস করলেই কোচিং এর ছাত্র হয় এটা জানতাম না।’
অভিযোগের বিষয়ে আইকন প্লাস কোচিং সেন্টারের পরিচালক কামাল হোসেন বলেন, ‘ওখানে আমি ছিলাম। বিষয়টা হলো ফার্মগেট বিটিআই ভবনের ছয় তলায় আমাদের অফিস, আর দুই তলায় ফোকাসের অফিস। বিকেলে আমরা অফিস থেকে নামার সময় দেখি ওখানে অনেক মানুষের ভিড়। পরে ওখানে গিয়ে দেখি তারা ভেতরে মিটিং করছে, আর স্থানীয় কিছু পোলাপান হৈ-হুল্লোড় করতেছে। পরে আমি সেখান থেকে চলে আসি।’
থাপ্পড়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ করতেই পারে। এর সত্যতা আমার জানা নেই।’
নিজেদের কোচিংয়ের শিক্ষার্থী দাবির বিষয়ে আইকন প্লাসের কামাল বলেন, ‘ওটা আসলে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, আমাদের একজন পরিচালক এটা দাবি করেছিল। কিন্তু আমরা আইকন প্লাসের মূল পেইজ থেকে এটা দাবি করিনি।’
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। এতে মাদ্রাসা ছাত্র সাখাওয়াত জাকারিয়া মোট ১০০.৬ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে।
বিএনএনিউজ/এইচ.এম।