34 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বকাপের ট্রফিটি আসলে কী সোনায় তৈরি! দামই বা কত

বিশ্বকাপের ট্রফিটি আসলে কী সোনায় তৈরি! দামই বা কত

ICC Men's Cricket World Cup 2023.

স্পোর্টস ডেস্ক:  আগামী ৫ অক্টোবর ২০২৩ শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩(ICC Men’s Cricket World Cup 2023)। ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার সোনালি ট্রফিতে কতটা সোনা-রুপা রয়েছে, তার ওজন কত, ট্রফিটির বাজারমূল্য কত, এই সকল বিষয় নিয়ে ক্রিকেট ভক্তদের অনেক কৌতুহল থাকে।

১৯৭৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ(Cricket World Cup) শুরু হলেও, তখন দেয়া হতো না এখনকার মতো এই ট্রফি। বর্তমান ট্রফিটির আবির্ভাব ঘটে ১৯৯৯ সাল থেকে। এর আগে প্রতিটি জয়ী দেশকে দেয়া হতো, আলাদা আলাদা ডিজাইন ট্রফি।

বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা ও রুপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রুপার তিনটি স্টাম্প বেল। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো।

ক্রিকেট ভক্তদের অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি।আসলে এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার পানিতে ভেজানো হয়েছে।

এবার আসা যাক বিশ্বকাপ ট্রফিটির দাম কত অর্থাৎ ট্রফিটি তৈরি করতে কত খরচ হয়েছে। বর্তমান ট্রফিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশী টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা।

এখন পর্যন্ত মোট ১২টি বিশ্বকাপ খেলা হয়েছে।

ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা

ICC পুরুষদের বিশ্বকাপ ২০২৩ ভারতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ১২টি বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া সবচেয়ে সফল দেশ যারা ৫টি বিশ্বকাপ জিতেছে। ২০০৭ সালে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপ জিতেছিল। ভারত ও ওয়েস্ট ইন্ডিজই মাত্র দুটি দেশ যারা ২ বার বিশ্বকাপ জিতেছে। ভারত ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ এবং ১৯৭৯ সালে জিতেছিল। ২০১৯ সালে অনুষ্ঠিত শেষ ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়ীদের তালিকা নিচে দেওয়া হল:

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা(ODI Cricket World Cup Winners List)

এখানে ১৯৭৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত পুরুষদের ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বিজয়ীদের তালিকা, বিজয়ী, রানার আপ, আয়োজক দেশ, মোট স্কোর এবং একদিনের আন্তর্জাতিক (ODI) চূড়ান্ত ফলাফল।
ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা (ODI)

বছর—-হোস্ট দেশ—-বিজয়ী স্কোর—-রানার আপ স্কোর—- ফলাফল
১৯৭৫ ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ ২৯১/৮, অস্ট্রেলিয়া ২৭৪, ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী
১৯৭৯ ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ ২৮৬/৯ ইংল্যান্ড ১৯৪, ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে জয়ী
১৯৮৩ ইংল্যান্ড- ভারত ১৮৩ ওয়েস্ট ইন্ডিজ ১৪০ ভারত ৪৩ রানে জয়ী
১৯৮৭ ভারত ও পাকিস্তান- অস্ট্রেলিয়া ২৫৩/৫ ইংল্যান্ড ২৪৬/৮ অস্ট্রেলিয়া ৭ রানে জয়ী
১৯৯২ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড- পাকিস্তান ২৪৯/৬ ইংল্যান্ড ২২৭ পাকিস্তান ২২ রানে জয়ী
১৯৯৬ পাকিস্তান ও ভারত শ্রীলঙ্কা- ২৪৫/৩ অস্ট্রেলিয়া ২৪১ শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
১৯৯৯ ইংল্যান্ড অস্ট্রেলিয়া- ১৩৩/২ পাকিস্তান ১৩২ অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
২০০৩ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া- ৩৫৯/২ ভারত ২৩৪ অস্ট্রেলিয়া ১২৫ রানে জিতেছে
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া:  ২৮১/৪ শ্রীলঙ্কা ২১৫/৮ অস্ট্রেলিয়া ৫৩ রানে জয়ী
২০১১ ভারত ও বাংলাদেশ– ভারত ২৭৭/৪ শ্রীলঙ্কা ২৭৪/৬ ভারত ৬ উইকেটে জয়ী
২০১৫ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড –অস্ট্রেলিয়া ১৮৬/৬ নিউজিল্যান্ড ১৮৩ অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
২০১৯ ইংল্যান্ড এবং ওয়েলস– ইংল্যান্ড ২৪১ নিউজিল্যান্ড ২৪১/৮ নিয়মিত খেলা এবং সুপার ওভারের পরে ম্যাচ টাই; বাউন্ডারি গণনায় জিতেছে ইংল্যান্ড।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ