বিএনএ, রাঙামাটি: রাঙামাটিতে বিষাক্ত মদ পানে দেবরাস চাকমা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (৩ অক্টোবর) দিবাগত ২ টার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ভুইয়াদাম গ্রামে এ ঘটনা ঘটে।
দেবরাস চাকমা নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম গ্রামের বিন্দু লাল চাকমার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর দিবাগত রাত ২ টার দিকে দু’জন ছেলে মদ পান করতেছিল। অতিরিক্ত মদ্য পানে এসময় একজন অসচেতন হয়ে পড়েন। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মানিক লালা চাকমা বলেন , রাত একটার দিকে নিকটতম প্রতিবেশী অমর সিং চাকমা (৪০) ও তার ভাই দেবরাস চাকমা (২৪) একত্রে মদ পান করতেছিল। অতিরিক্ত মদ্যপান করার ফলে তার ভাই অচেতন হয়ে পড়লে পরিবারকে খবর দেয়। শুনার পর পরিবারের লোকজন তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায় এবং রাত ২ টার দিকে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিলাছড়ি ইউনিয়নের (৪,৫,৬) ওয়ার্ডের মহিলা সদস্য শুভ্রা চাকমা বলেন, এটা আমার বাড়ি থেকে অনেক দূরে। তবে মদ্য পানের কারণে একটা ছেলে হাসপাতালে মৃত্যুবরণ করেছে বলে শুনেছি।
এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার দেবরাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনএ/কাইমুল,এমএফ