বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারীতে মৃত্যুর সংখ্যা সাত লাখে পৌঁছেছে। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
গত সপ্তাহে আমেরিকায় প্রতিদিন গড়ে করোনাভাইরাসে দুই হাজার মানুষ মারা গেছে। দেশটিতে গত জানুয়ারি মাসে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা যায়।
রয়টার্স জানায়, এখনো করোনাভাইরাসে আমেরিকায় বেশি মানুষ মারা যাচ্ছে। সারাবিশ্বে করোনাভাইরাসে যে মানুষ মারা যাচ্ছে তার শতকরা ১৪ ভাগ শুধু আমেরিকাতেই মারা যাচ্ছে। এছাড়া সারা বিশ্বের শতকরা ১৯ ভাগ মানুষ আমেরিকাতেই আক্রান্ত হচ্ছে।
রয়টার্সের হিসাব মতে সারাবিশ্বে করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে যাচ্ছে।
বিএনএ/ ওজি