বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার (২ সেপ্টম্বর) বিকেলে এই হামলা ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান বলেন, সোমবার বিকেলে কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় একজন হামালাকারী তার নিজের দেহের সঙ্গে সংযুক্ত শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পর থেকে এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলেও এএফপিকে নিশ্চিত করেছেন জারদান।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। তারপর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তালেবানও জানিয়েছে, তারা নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী