22 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি’র শুকনো নদীতে জোয়ার আসে না: কাদের

বিএনপি’র শুকনো নদীতে জোয়ার আসে না: কাদের

বিএনপি'র শুকনো নদী

বিএনএ ডেস্ক: আন্দোলন আন্দোলন করে গলা শুকিয়ে যায়, কিন্তু আন্দোলনের জোয়ার আসে না। টেমস নদীর ওপার থেকে যুবরাজ হাক ডাক দিচ্ছে, কিন্তু বিএনপির শুকনো নদীতে জোয়ার আসে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবের আন্দোলন আন্দোলন করে গলা শুকিয়ে যায়, কিন্তু আন্দোলনের জোয়ার আসে না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সারা বিশ্ব অস্থিরতার মধ‍্যে আছে। দেশেও এক সংকটময় অবস্থা চলছে। প্রধানমন্ত্রীই বলেছেন, দেশের মানুষ কষ্টে আছে। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন। তারপরও আন্দোলনের হাঁকডাক। এমন সময়ে আন্দোলন কাম্য নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মির্জা ফখরুল ইসলামকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনাদের হাতে অনেক রক্তের দাগ। আমাদের অনেক নেতাদের আপনারা হত‍্যা করেছেন। কিন্তু আমরা হত‍্যার রাজনীতি করি না। আমরা আপনাদের কাউকেই হত‍্যা করিনি। বেগম জিয়াকে কেউ হত‍্যা করতে যায়নি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর