19 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় ঋণগ্রস্ত গাজীপুরের অর্ধলক্ষ পোশাক শ্রমিক

করোনায় ঋণগ্রস্ত গাজীপুরের অর্ধলক্ষ পোশাক শ্রমিক

করোনায় ঋণগ্রস্ত গাজীপুরের অর্ধলক্ষ পোশাক শ্রমিক

বিএনএ, গাজীপুর :করোনা কালীন  সময়ে পরিবারের দৈনন্দিন চাহিদার ব্যয় মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছে গাজীপুর শিল্পাঞ্চলের অর্ধলাখ পোশাক শ্রমিক। বাংলাদেশের পোশাক শ্রমিকদের জীবন- জীবিকার মানোন্নয়নে কাজ করে সম্প্রতি কয়েকটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে এ তথ্য  উঠে এসেছে।

-ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে পৃথক ভাবে শতকরা ৬৭ শতাংশ পোশাক শ্রমিকদের পরিবার করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে দৈনন্দিন ব্যয় মেটাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঋণগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বাংলাদেশ ক্রিশ্চিয়ান এইড এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সূত্রে জানা গেছে, চলমান  করোনা ভাইরাসের মহামারীতে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।তার মধ্যে গার্মেন্টস শ্রমিকেরা সর্বাধিক।

এ ব্যাপারে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার নেতা মোঃ বাবুল মিয়া জানান, করোনার এই সময়ে শ্রমিকরা অভাবের তাড়নায় দিশেহারা। তাই তাদেরকে এই সময়ে দ্রুত করোনার ঝুঁকি ভাতা প্রদানে সংশ্লিষ্ট সকলকে যাথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিএনএ/ এম. এস. রুকন , ওজি

Loading


শিরোনাম বিএনএ