28 C
আবহাওয়া
৮:১২ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » ক্যামিলির ফাঁসির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

ক্যামিলির ফাঁসির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

ক্যামিলির ফাঁসির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

বিএনএ, সাভার: আশুলিয়ার কাঠগড়া এলাকায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যোগসাজশে ক্যাবল ব্যবসায়ী ইলিম সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার জিরাবো বিশমাইল সড়কের কাঠগড়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এলাকাবাসী জানান, গেল ২৭ মার্চ আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় পরকিয়ার জের ধরে ক্যাবল ব্যবসায়ী ইলিম সরকারকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। যাতে জড়িত ছিল তার স্ত্রী ক্যামেলি বেগম। পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে নিজ বাড়িতেই নৃশংস হত্যাকান্ড চালায় ওই নারী। তাদের ফাঁসির দাবিতে আজকের এই বিক্ষোভ। বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার লোকজন অংশ গ্রহণ করেন। মিছিল শেষে দুই খুনির কুশলপুত্তলিকা দাহ করেন এলাকাবাসী।

এর আগে এলিম সরকারের স্ত্রী কেমিলি ও রবিউল করিম পিন্টুর সাথে পরকীয়া প্রেমে হাবুডুবু খায়। ঘটনা জানতে পেরে ইলিম সরকার তার শ্বশুর বাড়িতে বিষয়টি জানাতে চাইলে তাদের মধ্যে ব্যাপক দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এর পরেই তাকে হত্যা করা হয়। হত্যার পর খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনও করেন ক্যামিলি।

পরে গেল ২৪ আগষ্ট এঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ইলিম সরকারের খুনি স্ত্রী কেমিলি ও প্রেমিক রবিউল করিম পিন্টুকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন পিবিআই। বর্তমানে তারা স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন।

বিএনএনিউজ২৪ডটকম/ ইমরান খান,  ওজি

Loading


শিরোনাম বিএনএ
জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৮৩ মামলা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী বিআইডব্লিউটিসির বহরে যোগ হচ্ছে ১৮ জলযান: নৌ উপদেষ্টা চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবিতে ছাত্রলীগে লুকিয়ে ছিলেন ছাত্রশিবির-আবদুল কাদের রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকারি গুদামে রেকর্ড মজুত, বোরোতে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের আশা