29 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » নিরপরাধ শিক্ষার্থী সহযোগিতার আশ্বাস ববি প্রশাসনের

নিরপরাধ শিক্ষার্থী সহযোগিতার আশ্বাস ববি প্রশাসনের


বিএনএ ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে কোনো নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাদের সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে প্রক্টর ড. মো. আবদুল কাইউম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে প্রক্টর অফিসের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম এবং মো. ফরহাদ উদ্দীনের সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বানও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএনএ নিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ