15 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ


বিএনএ, বিশ্বডেস্ক : বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮)। এর মাধ্যমে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।

বুধবার তারা এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

সোফি আগে সম্প্রচার মাধ্যমে একজন উপস্থাপক হিসেবে কাজ করতেন। বর্তমানে লিঙ্গ সমতা ও মহিলাদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

 

Loading


শিরোনাম বিএনএ