27 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - জুলাই ৪, ২০২৫
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে অন্তত পাঁচ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে অন্তত পাঁচ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক :ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়জন নিখোঁজ রয়েছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া অফিস জানিয়েছে, বুধবার জাভা দ্বীপের পূর্ব উপকূলের বান্যুওয়াঙ্গি থেকে বালি যাওয়ার পথে স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে নৌযানটি ডুবে যায়। এতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।

সংস্থাটি বলছে, অনুসন্ধান অব্যাহত থাকায় ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটি ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে ফেরি অপারেটর ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিল।

অন্যদিকে একজন কর্মকর্তা বলেছেন যে ‘খারাপ আবহাওয়া’ এর কারণ।

কর্তৃপক্ষ প্রকাশিত একটি তালিকা অনুযায়ী, বেঁচে যাওয়াদের অনেকেই উপকূলীয় শহর বান্যুওয়াঙ্গির বাসিন্দা, অন্যরা জাভার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন।

বান্যুওয়াঙ্গির বাসিন্দা ইমরন বলেন, ফেরিটি তিনবার তীব্রভাবে দুলে এরপর দ্রুত ডুবে যায়। “তৃতীয়বারেই সমুদ্রের পানি যাত্রীদের কেবিনে প্রবেশ করেছিল,” তিনি বলেন।

ইমরন ফেরির ফাঁক দিয়ে সাঁতরে বেরিয়ে সমুদ্রে ডুবে যান, তারপর লাইফ জ্যাকেট খুঁজে পান। পরে একজন জেলে তাকে উদ্ধার করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ