বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ও বাঁশবাড়িয়া থেকে ৩৫ হাজার বর্গমিটার চরঘেরা জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড।
জানা যায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্ট গার্ড বুধবার সকাল ১১ টার কুমিরা ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ হাজার বর্গমিটারের চরঘেরা জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার আবদুর গাফ্ফার।
বিএনএনিউজ/ বিএম