25 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় আরও ৬২ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় আরও ৬২ জনের করোনা শনাক্ত

করোনা: মৃত্যু ১, শনাক্ত ৬৬

বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ১.৭২ শতাংশ এবং সোমবার শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫২ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রাজশাহী বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ১৩৩ জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ