19 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক :  পশ্চিম তীরের জেনিন শহরে  হামলা চালিয়ে এখন পর্যন্ত ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে  ইসরায়েলি বাহিনী।  এর মধ্যে আটজন জেনিন শহরের এবং অপর একজন রামাল্লাহ শহরের কাছে নিহত হন।

জেনিনের মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং গবেষক মোহাম্মদ কামানজি বলেন, শহর এবং শরণার্থী শিবিরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী এখানে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা বিমান হামলা অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধশতাধিক মানুষ এসব হামলায় আহত হয়েছেন।

এ দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা জেনিন শহরে সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পুরো পশ্চিমতীরে তাদের অভিযান চালানোর কোনও পরিকল্পনা নেই।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ