বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (২ জুলাই) দিবাগত রাতে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় তার স্বামী নওশাদ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে আরেক আসামি রেহনুমার শাশুড়ি পলি বেগম পালিয়েছে। এর আগে শনিবার (২ জুলাই) সকাল ১০টায় নগরীর পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলরের বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেছিল, গৃহবধূ রেহনুমা ফেরদৌস ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে থানায় খবর দিয়েছে তার শ্বশুর পক্ষ। আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেছি।
‘আমারা যাওয়ার আগেই তার মরদেহ ফ্লোরে শোয়ানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।’- বলেন ওসি।