25 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনার পানি

বিএনএ, সিরাজগঞ্জ : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে বিপদসীমা অতিক্রম করেনি।

বর্তমানে পানি বিপদসীমার ১ দশমিক ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিচু এলাকা তলিয়ে গেছে। উঠতি ফসল বাদাম, তীল, সজ ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, গত তিনদিন যাবত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। আগামী ৬-৭ জুলাই পর্যন্ত পানি বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এভাবে বাড়লে দুই-চারদিনের মধ্যে বিপদসীমা ক্রস করবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ