বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সাড়ে ৩ লাখ টাকার ১৯ কেজি ৭শ’ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ( ২ জুলাই) রাত ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার জোরামতল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই ট্রাকটি (ঢাকা মেট্টো-ড-১৪-৭৮১৯) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার কাজিপাড়ার আতাউর রহমানের ছেলে ড্রাইভার মো. ইদ্রিস (৩০) এবং একই থানার মুসলিম পাড়ার মৃত এমদাদুল হকের ছেলে হেলপার মো. মোরশেদ (২১)।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকার ১৯ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ ৯৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক। তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, কুমিল্লা থেকে নগরে মাদক নিয়ে আসছিল। তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বিএনএনিউজ১৪/আমিন