30 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অ্যান্টার্কটিকায় তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি, বরফ গলায় জাতিসংঘের উদ্বেগ

অ্যান্টার্কটিকায় তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি, বরফ গলায় জাতিসংঘের উদ্বেগ


বিএনএ, বিশ্ব ডেস্ক : ক্রমে আরও উষ্ণ হচ্ছে মেরু অঞ্চল। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে।

যা এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে এই অঞ্চলে এতটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।খবর ইন্ডিয়া টুডের। মরু অঞ্চলের এ অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এই উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের দিকটি বুঝতে সহায়তা করবে। পাশাপাশি, বিশ্ব উষ্ণায়ন রোধের শেষ অস্ত্র এই মেরু অঞ্চলের পরিস্থিতি কী রয়েছে, তা বুঝতেও সাহায্য করবে।

আবহাওয়াবিরা জানিয়েছেন, পৃথিবী তাপমাত্রা ১৯ শতকের পর থেকে গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেয়েছে। যার ফলে পৃথিবীর বিভিন্ন অংশে বেড়েছে খরা, সমুদ্রের ঢেউ শক্তিশালী হয়েছে। ঝড় তৈরি হয়েছে।

তাদের আশঙ্কা, এই অংশে ২ ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতা বৃদ্ধির ফলে পশ্চিম অ্যান্টার্কটিক ও গ্রিনল্যান্ডে যে পরিমাণ বরফ গলবে তাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে অনেকটাই। তাতে বিপদ আরও বাড়বে, অনেক দেশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ