26 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ঈদের পর নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস

ঈদের পর নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস

বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা

বিএনএ, ঢাকা : আসন্ন ঈদুল আজহার পরে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত সরকারি আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম চলবে। সোমবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতথ্য জানিয়ে বলেন, ঈদুল আজহার ছুটির পর প্রথম রবিবার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।

বর্তমানে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অফিস করেন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। ২০২২ সাল থেকে এ সময়সূচি চলে আসছে।

উল্লেখ্য, দুপর ১ টা থেকে ১.৩০ টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

২০২২ সালে বিদ্যুৎ সাশ্রয়ের কথা চিন্তা করে অফিস সময় এক ঘন্টা কমানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ