বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে শিরিন বেগম (২৯) নামে এক গৃহবধু স্বামীর সঙ্গে অভিমান করে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ জুন) সকালে নগরের বাকলিয়া থানাধীন তুলাতলি জসিম কলোনিতে এ ঘটনা ঘটে। শিরিন আক্তারের বহদ্দারহাট শাপলা আবাসিক এলাকার মো. রুবেলের স্ত্রী। তারা বাকলিয়ায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বাড়ুয়া জানান, পারিবারিক কলহে স্বামীর সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিরিন বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনএনিউজ২৪/আমিন