বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি চলন্ত ট্রেনের সঙ্গে ছবি তুলতে গিয়ে বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের আধুনগর শাহপীর সড়কের ওভারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় মছদিয়া মেহেরুন্নিছা পাড়ার বাসিন্দা মো. আয়াজ (৪০) ও তার ছেলে আবরার আউছাফ (৮) এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন আয়াজ তার ছেলেকে নিয়ে ট্রেন দেখতে যান। এ সময় তিনি ছেলেকে ট্রেনের সঙ্গে ছবি তোলার জন্য রেললাইনের পাশে দাঁড় করান। এতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস নামের দ্রুতগতির ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে দুইজনকে ধাক্কা দেয়। আহত অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চিকিৎসক মাহমুদুর রহমান বলেন, বাবা-ছেলে দুইজনেই বাম হাতে আঘাত পেয়েছে। বাবার অবস্থা তুলনামূলক ভালো হলেও ছেলের বাম হাত ও ব্রেইনে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছে। ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ