বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। একইসঙ্গে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর ও ফসলি জমি। শনিবার (৩ মে) ভোরে ডুলাহাজারা সাফারি পার্কের উত্তর পাশে খ্রীষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চকরিয়ার কাকারা ইউনিয়নের শাহমুরার মাজার এলাকার নুরুল আবছার (২০) ও আরিফুল ইসলাম (২১)। তারা সাফারি পার্কের দেয়াল নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
আহত আরিফুল ইসলাম জানান, শনিবার ভোরে দুটি বন্য হাতি খ্রীষ্টানপাড়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। স্থানীয়রা হাতিগুলোকে ধাওয়া দিলে, তারা সাফারি পার্কের দেয়াল নির্মাণে নিয়োজিত শ্রমিকদের থাকার ঘরে হামলা চালায়। এতে নুরুল আবছার ও আরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।
চকরিয়া কাকারা ইউনিয়ন পরিষদের সদস্য আজিজ মিয়া জানান, আহত দুইজনের মধ্যে একজনের বুকের একপাশের হাড় ভেঙে গেছে এবং অপরজনের দুই চোখে মারাত্মক আঘাত লেগেছে। বর্তমানে স্থানীয়দের সহায়তায় তাদের চিকিৎসা চালানো হচ্ছে।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি