17 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম সমিতি-ঢাকার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

চট্টগ্রাম সমিতি-ঢাকার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন


ঢাকা  :  সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন চট্টগ্রাম সমিতির অনেক কার্যক্রমের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান একটি উল্লেখ্য কর্মকান্ড বলে আমি মনে করি।

শুক্রবার(৩‌মে ২০২৪)বি‌কে‌লে চট্টগ্রাম সমিতি-ঢাকা কর্তৃক  তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে  ছিলেন সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও ব‌লেন,দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা উচিত এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নেয়ার জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে সমিতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

এ‌তে  উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব আবদুল করিম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ দিদারুল আনোয়ার, সমিতির সহসভাপতি অনুষ্ঠানের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক ও রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক।

চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির শিক্ষা ও পাঠাগার সম্পাদক  রাহুল বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও বলেন, চট্টগ্রাম সমিতির অনেক কার্যক্রমের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান একটি উল্লেখ্য কর্মকান্ড বলে আমি মনে করি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা উচিত এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নেয়ার জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে সমিতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

মোহাম্মদ মুসলিম চৌধুরী
মোহাম্মদ মুসলিম চৌধুরী

চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি, সাবেক অর্থ সচিব, সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী আজকের শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগি দক্ষতা অর্জন, কৃত্রিম বুদ্ধিমত্তা চর্চা নিয়ে অধিক জ্ঞান অর্জনের আহবান জানিয়ে বলেছেন, প্রযুক্তিগত জ্ঞান আহরণে ব্যর্থ হলে বিশ্ব কর্মক্ষেত্র হতে তোমরা ছিটকে পড়বে। চ্যাটজিপিটি,কোপাইলট আর বার্ড এর দৌরাত্ব্য তোমরা দেখছো।

শুক্রবার(৩‌মে ২০২৪)বি‌কে‌লে চট্টগ্রাম সমিতি-ঢাকা কর্তৃক  তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আগের শিক্ষা ব্যবস্থা হতে চলতি বছর কিছু পরিবর্তন এসেছে এবং আগামীতে আরও দ্রুত ব্যাপক পরিবর্তন আসছে, উল্লেখ করে মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীদের জন্য  অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তোমাদের ব্যপক প্রস্তুতি থাকতে হবে।

২১ জন ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

অনুষ্ঠানে  স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ২১ জন ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান ও সমিতির আজীবনসদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সর্বমোট ৫০ জনকে সংবর্ধনা দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের প্রথম বছরের বৃত্তির চেক হস্তান্তর করা হয় ও সংবর্ধিতদের ক্রেস্ট ও প্রাইজ বন্ড দেয়া হয়।

উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের প্রিন্সিপাল ড. মোহাম্মদ রেজাউল কবির, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী, ট্রাস্ট সেক্রেটারি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সদস্য ড. মোহাম্মদ জকরিয়া, মোহাম্মদ আব্দুল হালিম, নির্বাহী পরিষদের সহসভাপতি নাছির উদ্দিন, মোহাম্মদ নাছির (নাছের), সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল মাবুদ ও মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, অর্থ সম্পাদক সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোকছেদ আলম মনজু, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, নির্বাহী সদস্য শফিকুর রহমান, এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), মোহাম্মদ লোকমান খারুকী, মোঃ ফরিদুল আলম, মোঃ কামাল হোসেন তালুকদার, শরন কুমার বড়ুয়া, মোঃ ফাহিম চৌধুরী, তানিম মোঃ মাশরুর আলম, জীবনসদস্যসহ শিক্ষার্থীদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এস‌জিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ