27 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক কামরুল ইসলাম

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক কামরুল ইসলাম

কামরুল ইসলাম

বিএনএ ডেস্ক: নোয়াখালীর সুনাইমুড়ী উপজেলার আইচাপাড়া গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। বুধবার সকাল ৯টায় জানাজা শেষ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক কামরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ শহিদুল জানান, রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদুপুরে আল মারকাজুল ইসলামীতে প্রথম জানাজা শেষে মরদেহ নেয়া হয় তার গুলশানের বাসায়। এরপর মরদেহ নেয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে রাত সাড়ে ১২টায় দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ গ্রাম আইচাপাড়ায় নেয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে সকাল ৯টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল ইসলাম চৌধুরী।

পরিবার সূত্রে জানা যায়, কামরুল ইসলাম লিভারের অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী কাজী শাহনাজ রীতা, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক ছিলেন। তিনি সম্প্রতি সেখান থেকে অবসরে যান। পরিবেশ সাংবাদিকতায় যুক্ত থাকলেও তিনি পরিচিত ছিলেন একজন পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ হিসেবে। সরকারি ও বেসরকারি প্রতিনিধিদলের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ