25 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক গ্রাম্য ডাক্তারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মো.ইদ্দিস মিয়া (৫০)। তিনি উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের সময় গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ৩০-৩৫টি হাতি দল বেঁধে ধান খেতে নেমে আসে। ফসল রক্ষায় কান্দাপাড়া গ্রামের মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় গ্রাম্য ডাক্তার ইদ্দিস মিয়া হাতির খুব কাছাকাছি চলে যান। এ সময় একটি হাতি তাঁকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে প্যাচিয়ে পদপিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসলে মৃত্যু হয়।

 

গাজিরভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানমো. আবদুল মান্নান বলেন, গ্রাম্য ডাক্তার ইদ্রিস মিয়া হাতি দেখতে যান, কাছাকাছি গেলে একটি হাতি আক্রমন করলে গুরুতর আহত। নিজ বাড়িতে নিয়ে আসলে সাথে সাথেই মৃত্যু বরন করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত ওসি শাহিনুজ্জামান খান বলেন আমি শুনছি, এলাকায় পুলিশের টিম পাঠিয়েছি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ