29 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে রিতু হত্যাকাণ্ড : গ্রেপ্তার ৩

ময়মনসিংহে রিতু হত্যাকাণ্ড : গ্রেপ্তার ৩


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রিতু (২০) হত্যার ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগরীর বয়রা বটতলা এলাকার তোতা ব্যাপারীর ছেলে সারোয়ার হোসেন (২১), হেলাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (২১) ও আ. রশিদের ছেলে রানা মিয়া (২১)।

মঙ্গলবার (৩ মে) বিকালে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, রাকিবুল ইসলাম রিতুর ছোট ভাই রনির সাথে একই এলাকার কয়েক তরুণের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রবিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রনির বড় ভাই রাকিবুল ইসলাম রিতু ঈদের কেনাকাটা করার জন্য বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে বয়রা বটতলা বাজার এলাকায় আসতেই তার ছোট ভাই রনির প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সাথে সাথেই মারা যায়।

এঘটনায় ওই দিন নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

নিহত রাকিবুল ইসলাম রিতু মহানগরীর বয়রা বটতলা বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে। সে মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ